ইমরান খাঁন বিশেষ প্রতিনিধি:

সাভারের আশুলিয়া জামগড়া মোল্লা বাজার দি রোজ গার্মেন্স সংলগ্ন আফাজ উদ্দিনের ভাড়া বাড়ির ৫ম তলার ভাড়াটিয়া স্বামী স্ত্রী দম্পতি নাকি নিজে নিজেই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।১০/০২/২০২৫ তারিখ আনুমানিক রাত ১০.২০ মিনিটে আত্মহত্যা করে।
অনুসন্ধানে যানা যায় বরগুনা পাথর ঘাটা বড়ইতলা গ্রামের মোস্তফা হোসেনের ছেলে শাওন (২৩) শাওনের স্ত্রী হাফিজা (২০) ঐ গ্রামের বাসিন্দা।তারা উভয়ই দি রোজ গার্মন্সে পোশাক শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো।আশে পাশের রুমের ভাড়াটিয়াদের কাছে থেকে জানা যায় এই দম্পতির মধ্যে পূর্বে কোনো ঝগড়া ঝামেলা হতে দেখেনি।
রাত ১০ টা বাজে স্বামী স্ত্রী উভয়ের ছুটি হয়,স্বামী তারাহোরা করে স্ত্রীর আগেই বাসায় এসে রুমে প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা নাকি লাগিয়ে দেয়।স্ত্রী বাসায় এসে দরজা বন্ধ দেখলে দরজায় একাধিকবার কড়া নারলে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙ্গার চেষ্টা করে।প্রতিবেশী ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার দেওয়া তথ্য অনুযায়ী স্ত্রী দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতেই স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পায়।পরবর্তীতে স্বামীকে,স্ত্রী নিজেই নাকি ফাঁসির রশি খুলিয়ে খাটের উপরে নামায়। এবং একই উড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে স্ত্রী ।
৬ষ্ঠ তলার এক ভাড়াটিয়া দরজার সামনে দিয়ে যাওয়ার সময় রুমের ফাঁকা অংশ দিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।এবং সঙ্গে সঙ্গে বাড়ির মালিক আফাজ উদ্দিনকে খবর দেয়।বাড়িওয়ালা তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানায় খবর দিলে আশুলিয়া থানার এস আই জসিম ঘটনা স্হলে এসে স্ত্রীর ঝুলন্ত লাশ নিচে নামায় এবং স্বামীর নিথর মৃতদেহ বিছানার উপর পরে থাকা দেখতে পায়।সংবাদ কর্মীরা এস আই জসিমের কাছে আত্মহত্যার বিষয়ে জিগ্যেসা করলে তিনি বলেন এটা হত্যা নাকি আত্মহত্যা এতে কোনো তদন্ত করে বের করতে হবে ।
এই দম্পতির লাশের কোনো কারন খুঁজে পাওয়া যায় কিনা এদের উভয়ের পরিবারের কাছে জিগ্যেসা করে সঠিক বিষয়টি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।রাতেই উভয়ের লাশ আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।