ইমরান খাঁন :
আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের নিথর দেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ নিথর দেহ পরে থাকতে দেখা যায়।
এলাকাবাসী জানায় ভোর ৬ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান ওই যুবকের গলায় গুলির চিন্হ রয়েছে দূর্বৃত্তরা কোন এলাকার এবং তাকে কি কারনে গুলি করেছে হত্যার উদ্দেশ্য, তা এখনো যানা যায়নি।
এবিষয়ে আশুলিয়া থানার (ওসি) আব্দুল হান্নান বলেন আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে তবে তার পরিচয় এখনো জানা যায়নি কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে বিস্তারিত জানা যায়নি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।